IPL 2025-এর ১৬তম ম্যাচে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (LSG) আর হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। ম্যাচ শুরুর আগে টসে জিতে গেছে MI, আর হার্দিক ঠিক করেছেন প্রথমে বল হাতে নেবেন। লখনউয়ের মাটিতে এই সিদ্ধান্ত কতটা কাজে লাগবে, সেটা দেখার জন্য মুখিয়ে আছে সবাই। LSG গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে একটু পিছিয়ে আছে, আর MI কলকাতা নাইট রাইডার্সকে ধরাশায়ী করে দারুণ ছন্দে রয়েছে। আজকের সন্ধ্যা কার জন্য হবে স্মরণীয়? চলুন, একটু ঝলক দেখে নিই
লখনউ সুপার জায়ান্টস (LSG) এই মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও দলের ছবিটা এখনও ঝাপসা। ঋষভ পন্থ আর আইডেন মার্করামের মতো বড় নামগুলো ব্যাট হাতে এখনও জ্বলে ওঠেনি। পন্থের অধিনায়কত্বে দল এগিয়ে গেলেও তার ব্যাট থেকে রানের বন্যা আসা বাকি। মার্করামও নিজের সেরাটা এখনও দেখাতে পারেননি। তবে বল হাতে শার্দুল ঠাকুর দারুণ ছন্দে আছেন, আর বাকি বোলাররা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ঠিকঠাক সঙ্গ দিয়ে চলেছে।
মুম্বাই ইন্ডিয়ান্স (MI)-এর ক্ষমতা নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। এই দলে রয়েছে একের পর এক সুপারস্টার, আর শুধু অপেক্ষা ছিল কবে তারা একসঙ্গে ছন্দে এসে মাঠে ঝড় তুলবে। আর সেটাই ঘটে গেল তাদের প্রথম ঘরের ম্যাচে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে যখন এই দল পুরোদমে চালু হয়ে যায়, তখন তাদের গঠন আর শক্তি এমন যে যেকোনো প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেওয়া তাদের কাছে খেলার মতো।
লখনউ সুপার জায়ান্টস (প্লেয়িং XI): আইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার/অধিনায়ক), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগভেশ সিং রাঠি, আকাশ দীপ, আভেশ খান।
মুম্বাই ইন্ডিয়ান্স (প্লেয়িং XI): উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, আশ্বিনী কুমার, দীপক চাহার, বিগনেশ পুথুর।