অটোরিক্সা চালকের ছেলে মুম্বাই ইন্ডিয়ান্স এর নতুন তারকা|

অটোরিক্সা চালকের ছেলে মুম্বাই ইন্ডিয়ান্স এর নতুন তারকা বিঘ্নেশ।

ক্রিকেট জগতে প্রতিভার কোনো সীমানা থাকে না একজন অটোরিক্সা চালকের ছেলের স্বপ্ন পূরণ হলো আইপিএল এর মত বড় মঞ্চে এসে।গল্পটা হল ২৪ বছর বয়সী কেরলের অধিবাসী বিঘ্নেশ পুথুরের। তিনি সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে দলে যোগ করেছেন এবং চেন্নাই বিপক্ষে অভিষেক ম্যাচেই অসাধারণ পারফর্মেন্স দেখায় ২৪ বছরের বিঘ্নেশ পুথুর।

একটি সাধারণ পরিবারের ছেলে বিঘ্নেশ পুথুরের স্বপ্নের শুরু।

কেরলের মালাপ্পুরম জেলার পেরিন্থালমান্না শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন বিঘ্নেশ পুথুর। তাঁর বাবা একজন সাধারণ অটো ড্রাইভার এবং তাঁর মা কে পি বিন্দু একজন গৃহবধূ। বিঘ্নেশ এর ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁর বাবা-মা কে সমর্থন করতে উৎসাহিত করেছিল। কিছু বছর আগে বিঘ্নেশ এর বাবা একটি বিস্কুট ব্র্যান্ডের এজেন্সি ছেড়ে দিয়ে অটোরিক্সা চালানো শুরু করেন। কারণ তিনি তাঁর ছেলে কে ক্রিকেট প্রশিক্ষণের জন্য নিয়ে যেতে পারে। যাতে ছেলের স্বপ্ন পূরণ করার জন্য কোনো রকম বাধা না সৃষ্টি হয়।

বিঘ্নেশ ১০ বছর বয়সে তাঁর বন্ধুর হাত ধরে প্রথম পেরিন্থালমান্না ক্রিকেট অ্যাকাডেমিতে পা রাখেন। সেখানে কোচ সি.জি. বিজয়কুমার তার মধ্যে প্রতিভার আভাস দেখতে পান। সেখানে তাঁর বন্ধু মোহাম্মাদ শরিফ তাকে চিনাম্যান হওয়ার জন্য পরামর্শ দেন।

বিঘ্নেশ পুথুরের কঠোর পরিশ্রমের ফল

২৩ মার্চ, ২০২৫-এ চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় বিঘ্নেশের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন এবং ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডার মতো বড় ব্যাটসম্যানদের আউট করে তিনি প্রমাণ করেন যে তিনি বড় মঞ্চের জন্য তৈরি। যদিও মুম্বই ম্যাচটি হেরে যায়, বিঘ্নেশের এই পারফরম্যান্স তাকে ‘বেস্ট বোলার’ পুরস্কার এনে “Auto-rickshaw Driver’s Son Vignesh: Mumbai Indians’ New Star” ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি।

 

Leave a Comment